হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টারঃ
১৭মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরের সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০মার্চ বেলা ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত চরকুমারিয়া মোল্লার বাজারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত ৫শতাধিক রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ খালেদ শওকত আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌমেন সাহা প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামিলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক হাজী দাদন সরদার, সখিপুর থানা আওয়ামিলীগের উপদেস্টা ছাত্তার হাওলাদার, চরভাগা ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি মাস্টার মতিউর রহমান, শরিয়তপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মুন্সি, নড়িয়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সদস্য কাওসার বেপারী, চরভাগা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদ সরদার, সখিপুর থানা যুবলীগের সাবেক সদস্য জিয়াউল হক উকিল, মুরাদ বেপারী, হারুন ছৈয়াল, সখিপুর থানা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সেকুল সরকার, সখিপুর থান যুবলীগের নেতা হারুন ওর রশিদ মালত, চরকুমারিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, সাবেক সখিপুর থানা যুবলীগের সদস্য আহম্মদ মোল্ল্যা, ফয়সাল মোল্ল্যা, সফি সিকদার, ফয়সাল মানিক, নড়িয়া উপজেলা সেচ্চাসেবক লীগ নেতা কাইউম, নড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর উজ্জল বন্দুকসী, ইঞ্জিনিয়ার রাকিব ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের নেত্রীবৃন্দ।