রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:০৯

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করলেন ইতালি আওয়ামী লীগ

মার্চ ২০, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

ইতালী আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীত ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে । রোমের সুন্দরবন রেস্তোরায়  ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ইতালী আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ, মহিলা আওয়ামী লীগ, ইতালি যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তুসকোলনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ পেতাম না। তার যোগ্য  উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতীর পিতার স্বপ্ন আর স্বপ্ন নয় জননেত্রী শেখ হাসিনা আজ সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত কামনা ও শেখ হাসিনা ও শেখ রেহেনার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করা হয়।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur