হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নুসা সমৃদ্ধি স্বাস্থ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে । শুক্রবার নড়িয়া উপজেলার মাজেদা হাসপাতালে জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলী চক্ষু বিভাগে ৩০ জনকে বিনামূল্যে এই ছানি অপারেশন করা হয়।
চোখের ছানি অপারেশনের কার্যক্রম উদ্বোধন করেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসা’র উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন নুসা’র ভাইস চেয়ারম্যান ডাঃ তানিনা খালেদ আলী প্রমুখ।