ফেনীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফেনী অঞ্চলের বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে “ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ফেনী জেলা শহরের কোম্পানির নিজস্ব কার্যালয় এ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যকারী নির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।