শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:১৩

পূর্ব মাদারীপুর কলেজের নাম পরিবর্তন ” সরকারি আব্দুর রাজ্জাক কলেজ “করায় আনন্দ র‍্যালি

নভেম্বর ৯, ২০২১            

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের ‘সরকারি পূর্ব মাদারীপুর কলেজে’র নাম পরিবর্তন করে “সরকারি আব্দুর রাজ্জাক কলেজ” নামকরণ করায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি সরকারি আব্দুর রাজ্জাক কলেজ থেকে বের হয়ে ডামুড্যা উপজেলা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। গত ৩১ আক্টোবর কলেজটির নাম পরিবর্তিত হয়।

সরকারি পূর্ব মাদারীপুর কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখার দাবি বহু বছর আগে থেকেই করে আসছিল কলেজ এবং এলাকাবাসি। যেহেতু এটি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় প্রতিষ্ঠিত। তাই পার্শ্ববর্তী জেলা মাদারীপুর এর নামে কলেজটি বেমানান ছিলো।সরকারি পূর্ব মাদারীপুর কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। সে সময় এ অঞ্চলটি ফরিদপুর-মাদারীপুর মহকুমার অধিভুক্ত ছিলো। তাই সে সময় কলেজের নাম পূর্ব মাদারীপুর সরকারি কলেজ করা হয়েছিল। কিন্তু ১৯৮৪ সালে শরীয়তপুর জেলা প্রতিষ্ঠিত হওয়ার এই কলেজের নামটি বেমানান হয়ে পড়ে।

কলেজের অধ্যক্ষ জহির উল্লাহ বলেন, আমাদের কলেজে পাঠানো অনেক চিঠি ভুলক্রমে মাদারীপুর জেলার সরকারি মাদারিপুর কলেজে চলে যায়। শরীয়তপুর জেলায় সরকারি পূর্ব মাদারীপুর কলেজ নামকরণ হওয়ায় অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়। তাই আমাদের দীর্ঘ দিনের দাবি ছিলো কলেজের নাম পরিবর্তন করার। গত ৩১ অক্টোবর কলেজটির নাম পরিবর্তন হয়েছে তাই আমরা আনন্দিত। পাশাপশি আমরা গর্বিত কারন যার নামে নামকরণ হয়েছে, —মরহুম আব্দুর রাজ্জাক, তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী এবং আধুনিক শরীয়তপুরের রুপকার।

আনন্দ র‍্যালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারী আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্ল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা,ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার আবু বেপারি, সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম খোকন, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার সরদার, মিন্টু মাদবর,শিধলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল মাদবর, আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠন এর সমন্বয় মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম,সহসভাপতি গোলাম মাওলা রতন, খালেদ হাসান মিলু, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মন্টি মাঝি, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারন সম্পাদক মোঃ মাহাবুব আলম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ ও সাধারন সম্পাদক মিঠুসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur