হৃদয়ে শরীয়তপুর ডেক্স
শরীয়তপুর জেলা শহরের পালং বাজারের বোতলজাত তেল মজুত করে বেশি দামে খোলা তেল বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকালে পালং বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এসময় মান্নান স্টোরসহ তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘোরাই।
এসময় দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং আগের নির্ধারিত দামে বোতলজাত তেল ভোক্তাদের মাঝে বিক্রি করার ব্যবস্থা করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘারাই বলেন, শরীয়তপুর সদর উপজেলার প্রধান পালং বাজারে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেই সাথে গোডাউনের তেল নির্ধারিত মূল্যে বিক্রি করা নিশ্চিত করা হয়েছে।