রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:০১

পালং-এ ৮ বোতল বিদেশী মদসহ আটক ১

নভেম্বর ৭, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম কোটাপাড়ার এক ভাড়াটিয়া বাড়ি থেকে ৮ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ । আটকৃত ঐ যুবক হলেন, বীর মুক্তিযোদ্ধা খ‍্যাত অমূল্য চন্দ্র বালার ছেলে অপু চন্দ্র বালা(২৬)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৭ নভেম্বর সকালে পালং মডেল থানা পুলিশের এসআই আশীষ কুমার দাস ও এএসআই সোহাগ সরদার পশ্চিম কোটাপাড়ার জনৈক এমারতের ভাড়াটিয়া বাড়ি থেকে ২০ হাজার টাকা মূল‍্যের ৮ বোতল অবৈধ বিদেশী মদসহ অপু চন্দ্র বালাকে আটক করেন।।

এ বিষয়ে পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন বলেন, আমরা মাননীয় পুলিশ সুপার মো: সাইফুল হক-এর নির্দেশনায় মাদকের বিভিন্ন অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশীষ কুমার দাস ও এএসআই সোহাগ সরদার পশ্চিম কোটাপাড়ার জনৈক এমারতের ভাড়াটিয়া বাড়ি থেকে ২০’হাজার টাকা মূল‍্যমানের ৮লিটার ওজনের ৮ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধার করে এবং অপু চন্দ্র বালা নামে একজনকে আটক করে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur