রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:২৮

বেপরোয়া বাস কেড়ে নিলো অটোভ্যান চালকের প্রাণ

এপ্রিল ১৬, ২০২৩            

সাগর মিয়া,জাজিরা প্রতিনিধিঃ

শরীয়তপুরের পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি অটোভ্যান গাড়ির উপর উঠে যায়। এ সময় অটোভ্যান চালক লাক্কু মাদবর  ঘটনাস্থলেই নিহত হয়েছে।রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাজিরা উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত লাক্কু মাদবর (৩২) পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন ।তিনি নাওডোবার বাসিন্দা মালেক মাদবরের ছেলে।

এছাড়াও এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা  পাঠানো হয়েছে।

নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জাজিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ দুর্ঘটনায় নিহতের পরিবারকে  তাৎক্ষণিক ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur