সাগর মিয়া,জাজিরা প্রতিনিধিঃ
শরীয়তপুরের পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি অটোভ্যান গাড়ির উপর উঠে যায়। এ সময় অটোভ্যান চালক লাক্কু মাদবর ঘটনাস্থলেই নিহত হয়েছে।রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাজিরা উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত লাক্কু মাদবর (৩২) পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন ।তিনি নাওডোবার বাসিন্দা মালেক মাদবরের ছেলে।
এছাড়াও এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা পাঠানো হয়েছে।
নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
জাজিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ দুর্ঘটনায় নিহতের পরিবারকে তাৎক্ষণিক ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।