শাওন বেপারী,জাজিরা প্রতিনিধি:
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার আগে মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল মোল্লার (৬০) বাড়ি কিশোরগঞ্জ জেলার আগানগর থানার টাগাইয়া গ্ৰামে।
জানা যায় কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অন্তরা বাসের সাথে ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রো বাস পদ্মা সেতুর টোল প্লাজা আসলে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রো বাসে থাকা যাত্রী আব্দুল মোল্লা নিহত হয়। এতে আহত হয় ১৫ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে শিপচর ও নাওডুবা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।