মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর:
কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা নিয়ে শরীয়তপুর থেকে সমাবেশে যোগদান করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত । শনিবার (২৫ জুন) সকাল ৭টাশ টায় নড়িয়া উপজেলা থেকে শোভাযাত্রাটি জেলা শহর হয়ে শিবচর ইলিয়াস আহমেদ ফেরী ঘাটে গিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ।
এসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে ডানা মেলেছে কোটি বাঙালির স্বপ্ন। করোনা মহামারী ও হাজারো ষড়যন্ত্র রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধ্যকে সাধন করছেন। পদ্মা সেতু আমাদের বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় স্থান দেবে। শোভাযাত্রা শেষে নেতাকর্মী ও সাধারণ লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।