শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:৫০

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা ও আনন্দ উৎসব

জুন ২৮, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের গৌরব স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও বাংলাদেশের আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭জুন ইতালির রোমে এই আলোচনা সভা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের  সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী,  সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবিব চৌধুরী সহ ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ইতালি মহিলা আওয়ামী লীগ, ইতালি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুজিব আদর্শের অসংখ্য নেতাকর্মী বৃন্দ।

ইতালি আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী তার বক্তব্যে বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের। বিদেশি সহযোগিতা ছাড়াই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সেতু নির্মাণ করা হয়েছে।  নিজেদের টাকায়  পদ্মাসেতু নির্মান করতে পারাটাই হচ্ছে স্বাধীনতার পক্ষের সংগঠন আওয়ামী লীগের কৃতিত্ব। আমরা পদ্মা সেতুর উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ইতালি আওয়ামী লীগের আজকের এই আয়োজন। প্রবাসী বাংলাদেশি ও ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur