শাওন বেপারী,জাজিরা প্রতিনিধি,
পদ্মাসেতুতে বাইক চালুর দাবীতে শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত করেছে। বুধবার (৬-জুলাই) সকাল ১১টার শরীয়তপুর বাইকার্স নামক একটি সংগঠন এই মানববন্ধন করেন।
এতে শরীয়তপুর বাইকার্সের অন্তত ৫০ জন সদস্যসহ বেশ কিছু সাধারণ বাইকাররা অংশগ্রহণ করে। এসময় বক্তারা অবিলম্বে পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে যথাযথ নিয়ম মেনে বাইক চালু করার দাবী জানান।
এর আগে শরীয়তপুর বাইকার্সের সদস্যরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে বাইক চালুসহ বেশ কিছু দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
মানবন্ধনে উপস্থিত শরীয়তপুর বাইকার্সের অন্যতম এডমিন মাসুদ রানা বলেন, স্বপ্নের পদ্মাসেতু দিয়ে আমর আমাদের জরুরি প্রয়োজনে ঢাকায় যাতায়াত করে ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার আশা করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের ভোগান্তি আরও অনেক বেশি বেড়ে গেলো।
শরীয়তপুর বাইকার্সের আরেকজন সদস্য ও এডমিন জাফর বেপারী বলেন, পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে চলাচল করতে না পারায় জরুরি প্রয়োজনের ক্ষেত্রেও আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই আমরা চাই অবিলম্বে পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে বাইক চালু করে দেয়া হোক।