শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৫

নড়িয়া ১৩বছরের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

মার্চ ২, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর নড়িয়া পৌরসভা ২নংওয়ার্ড শুভগ্রামের দিনমজুরের  প্রতিবন্ধী মেয়েকে ২৫ফেব্রয়ারী সকালে নড়িয়া লঞ্চঘাট এলাকায়, নদীর পাড়ে একা পেয়ে একই গ্রামের কালু খালাসির ছেলে আক্তার খালাসি (৩০)মুখচাপা দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। প্রতিবন্ধী মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে  এলে বখাটে আক্তার খালাসী পালিয়ে যায়। প্রতিবন্ধী মেয়েটি নড়িয়া উন্নয়ন সমিতির প্রতিবন্ধী স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

এ ঘটনা জানাজানি হলে পরে মেয়েটি বাবা নড়িয়া থানায় বাদী হয়ে নারী শিশু নির্যাতন তাইনে   মামলা দায়ের করেন। ঘটনা সূত্রে জানা যায় এর আগেও আক্তার খালাসীর নামে বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে। অসহায় দিনমজুর পরিবার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয় নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন এ বিষয়ে নড়িয়া থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে, আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur