শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:২১

নড়িয়া উপজেলা যুবলীগের জেল হত্যা দিবস পালন

নভেম্বর ৩, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরের নড়িয়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকাল ৪টায় নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জাতীয় সংগীত, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার স্বরণে ১মিনিট নিরবতা পালন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে এই জেলা হত্যা দিবস পালিত হয়।

জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামসদস্য ডাঃ খালেদ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিসেস মাজেদা শওকত আলী, শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আলী আজগর চুন্নু। নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন মৃধার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাহিত্য সম্পাদক তোতা রাড়ী, সখিপুর থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ দাদন সরদার, সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা সাত্তার হাওলাদার, চরবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার মতিউর রহমান, নড়িয়া থানা আওয়ামী লীগ নেতা কাজী আতাউর রহমান প্রমুখ।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur