হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
প্রজনন মৌসুম উপলক্ষে নদীতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। পদ্মা নদীতে মাছের অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ। শুক্রবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়।
এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চার কেজি ইলিশ, একটি ট্রলার এবং দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছগুলো একটি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।
আটককৃদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা চলাকালে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।