হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে নড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার ১৮ অক্টোবর সন্ধ্যায় নড়িয়া স্বাধীনতা ক্লাব প্রেমতলা এই জন্মদিন পালন করা হয়
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আলী আজগর চুন্নু, নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন হামজা পৌরসভা আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন খালাসী, নড়িয়া পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার বাদশা ফকির, নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধা, নড়িয়া পৌরসভা ২ নং ওয়ার্ডে এর সাবেক কাউন্সিলর উজ্জ্বল বন্দুকছি প্রমুখ।