হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
মা ইলিশ সংরক্ষণ অভিযানের পঞ্চম দিনে পদ্মা নদীর নড়িয়া পয়েন্টে একটি সি-বোটসহ ২৮ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নড়িয়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করে। এ ছাড়া প্রশাসন একটি সি-বোট, পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত জেলেদের বিরুদ্ধে রাতে আদালত গঠন করে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান সালমান হাবীব আটককৃত ২৮ জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মা ইলিশের ডিম ছাড়ার সময় প্রকৃত জেলেরা মাছ ধরেন না। প্রকৃত জেলেরা নদী এবং নদীর মাছকে আগলে রাখতে চান, কিন্তু কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভাড়া করে এনে নদীতে সিন্ডিকেট গড়ে তোলেন। সারা দিন অভিযান চালিয়ে আমরা ২৮ জনকে আটক করতে সক্ষম হই। মোবাইল কোর্টের মাধ্যমে ২৮ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।