রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৫৬

নড়িয়ায় মাজেদা হাসপাতালের পক্ষ থেকে অসহায় নারীকে দেওয়া হলো সেলাই মেশিন

মার্চ ৩, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

নড়িয়ায় মাজেদা হাসপাতালের পক্ষ থেকে অসহায় এক নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে ।  বৃহস্পতিবার ৩মার্চ দুপুরে নড়িয়ায় অবস্থিত মাজেদা হাসপাতালে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন মাজেদা হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মিসেস মাজেদা শওকত আলী, মাজেদা হাসপাতালে প্রধান নিবার্হী কর্মকর্তা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, মাজেদা হাসপাতালের ডিরেক্টর ডা.তানিয়া খালেদ আলী সহ মাজেদা হাসপাতালের সকল স্টাফগণ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur