রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৫৫

নড়িয়ায় ভোট কেন্দ্রে আগুন সাংবাদিকদের গাড়ি পুড়িয়ে দেওয়ায় মামলা,আটক এক

জানুয়ারি ৬, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুরে পঞ্চম ধাপে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫নং ওয়ার্ড দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন, সাংবাদিকদের উপর বোমা হামলা করে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ায় ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার গভির রাতে নড়িয়া থানায় মামলাটি দায়ের করেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন।
মামলায় ভোজেশ্বর ইউপির চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনসহ ১৫ জনকে আসামী করা হয়েছে। পুলিশ এ ঘটনায় কবির চৌকিদার নামে জনকে গ্রেপ্তার করেছেন।

কালের কন্ঠ পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদের জানমালের ওপর কেন হামলা করা হবে? সংবাদ কর্মিরাতো কারো প্রতিপক্ষ নই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারিদের গ্রেপ্তার করা হউক।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও মটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় ১৫ জনকে আসামী করে একটি মামলা করা হয়েছে। পুলিশ গত রাতেই একজনকে গ্রেপ্তার করেছে। এবং ওই কেন্দ্র হামলায় প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে দুটি মামলা করেছেন। বাকিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur