হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের যোগপাট্টা তালুকদার বাড়িতে বেগম কুলসুম আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও মাসুম তালুকদারের আয়োজনে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী।
বাবুল পাজরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেজঙ্গপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সদস্য আবু সালাম মৃধা, ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাদশা সরদার প্রমুখ।