সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়াজগতের এক উজ্জ্বল নক্ষত্র, আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা, স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যের রোল মডেল বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লক্ষীপুরে আলেচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ আগস্ট এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর)সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী।