মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:২৪

নড়িয়ায় বিপুল পরিমান ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার: আটক ৭

সেপ্টেম্বর ৪, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে বিপুল পরিমান ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে নড়িয়া থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনগর ইউনিয়নের হাঁসেরকান্দি গ্রামের হাকিম সরদার ও দরবেশ খাঁর কান্দি গ্রামের হালিম রাড়ীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংর্ঘষ বাঁধে। এসময় ৬ জনকে আটক করে পুলিশ। সোমবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় দরবেশ খাঁর কান্দি গ্রামের জামাল রাড়ীর থেকে বিপুল পরিমাণে ককটেল, টেঁটা, ঢাল, রাম, ছুড়ি, কুড়াল, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় জামাল রাড়ীকে আটক করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত অভিযান চলবে।


নড়িয়া থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সংঘর্ষ বাঁধে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় মোট ৭ জনকে আটক করেছে পুলিশ। এঘটনায় মামলা হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত অভিযান চলবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur