হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরের নড়িয়ায় বজ্রপাতে ৩ জেলে নিহত হয়েছে। রবিবার (২৬ মার্চ) উপজেলা ঘড়িসার ইউনিয়নে বেলা ৫ টায় এই নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজ ওঝা (৪৫) শাহিন মাঝি (৪০) শাহিন শেখ (৪০)। নিহতরা উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এলাহি বক্স ওঝার পুত্র সিরাজ ওঝা, আবুল বাসার মাঝির পুত্র সাহিন মাঝি, শাহিন শেখের পুত্র হাসেম শেখ।
নিহিত স্বজনরা ও ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য বুলবুল আহম্মেদ জানান নিহতরা সবাই ঘড়িসার ইউনিয়নের সাবেক সদস্য সাজু মাঝির পুকুরে মাছ ধরার জন্য গিয়েছিল । হঠাৎ বজ্রপাত হলে তারা মারা যায়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান জানান, বজ্রপাতে তিন মধ্য বয়সী পরুষ এর মৃত্যু র খবর পেয়েছি। আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।