ফরহাদ ঢালী, স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে শরীয়তপুরের নড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র উদ্যোগে ও পল্লি উন্নয়ন সংস্থা (পিকেএসএফ) এর আয়োজনে নুসা’র প্রধান কার্যালয় এই বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ঢাকার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্।
উল্লেখ্য, নড়িয়া উন্নয়ন সমিতি থেকে ২০২২ সালে ৩৮জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ৩৬০০০ ও ৩৫ জনকে১২০০ টাকা দেওয়া হয়।
নড়িয়া উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিসেস মাজেদা শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা। প্রধান আলোচক : নুসা’র কার্যকরী উপদেষ্টা ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন নুসা’র ভাইস চেয়ারম্যান ডাঃ তানিনা খালেদ আলী । এর আগে তারা জাতীয় বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অবঃ) শওকত আলীর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন।