হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নড়িয়া শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় নুসা, এইপিআই ও মাজেদা হাসপাতালের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিসেস মাজেদা শওকত আলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী, নুসা’র ভাইস চেয়ারম্যান ডাঃ তানিনা খালেদ আলী প্রমুখ।
এসময় হতদরিদ্র একজন চায়ের দোকানদার কে ব্যবসা করার জন্য ১০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ প্রদান করা হয়।