শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:২২

নড়িয়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

সেপ্টেম্বর ৮, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নড়িয়ার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক মামুন খান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার রাত সাড়ে ৭ দিকে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই হামলার ঘটনা ঘটে। নিহত মামুন নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার আবুল ছালাম খানের ছেলে।

নিহতের স্বজনরা জানান,  স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোলাইমান দাবি করেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছ নিকারুর সমর্থকদের হামলায় মামুন খান প্রাণ হারিয়েছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তৌহিদ হাসান বলেন, প্রাথমিক অবস্থায় নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আসামিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে সংঘর্ষের পর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। বিশৃঙ্খল অবস্থা মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনও মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur