হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
নুসা সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ৮ মার্চ ২০২৩ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ৯মার্চ সকাল ১০টায় নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) উদ্যোগে র্যালী শেষে নুসার প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসার কার্যকরী উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী।
নুসার ভাইস চেয়ারম্যান ডাঃ তানিনা খালেদ আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, নুসার পরিচালনা পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহেদ আলী বেপারী, আব্দুর রহমান ঢালী, নুসার যুগ্ম-পরিচালক জয়দেব কুন্ডু, উপপরিচালক কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, এডাব এর সভাপতি দিনেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাজিয়া বেগম প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনা করেন নুসার প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন।