হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচন, ৪নং ওয়ার্ড নড়িয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলীর সমর্থীত প্রার্থী আলী আজগর চুন্নু সদস্য নির্বাচীত। তিনি টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দিতা করে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী (হাতি প্রতীক) মামুন সিকদার পান ৫৭ ভোট।
সদস্য নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় আলী আজগর চুন্নু বলেন, এবিষয় জাতীয় বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শওকত আলীর বিজয়, এবিষয় আমাদের প্রিয় নেতা নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ডাঃ খালেদ শওকত আলীর বিজয়। কারো প্রতি হিংসা-বিদ্বেষ না রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো। তার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা, পরামর্শ ও দোয়া চায়।
সোমবার (১৭অক্টোবর) সকাল ৯ টা হতে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহ মো. ইকবাল মনসুর।