হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড (নড়িয়া উপজেলা) সদস্য প্রার্থী আলী আজগর চুন্নুকে প্রচারণায় বাধাঁ ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । হুমকিপ্রাপ্ত ঐ প্রার্থী আলী আজগর চুন্নু বৃহস্পতিবার ৬অক্টোবর নড়িয়া থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ৬ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনী প্রচারনার কাজে ৪নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ আলী আজগর চুন্নু ও তার নির্বাচনী কর্মীরা কেদারপুর যাওয়ার পথে চাকধ বাজার জদু ঘোষের মিস্টির দোকানের সামনে আসলে তার নির্বাচনী প্রতিদ্বন্দী প্রার্থী ভিপি মামুন মোস্তফা সিকদারের ছোট ভাই সুমন সিকদার ও তার সাথে থাকা ইসমাইল পঞ্চায়েতসহ আরো অজ্ঞাত ৬/৭ জন তাদের গাড়ির গতি রোধ করে প্রাণনাশের হুমকি ধামকি দেয়।
এ-বিষয়ে আলী আজগর চুন্নু বলেন, আমি নির্বাচনী কর্মীদের নিয়ে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে যাওয়ার পথে চাকধ বাজার জদু ঘোষের মিস্টির দোকানের সামনে আসলে আমার নির্বাচনী প্রতিদ্বন্দী প্রার্থী ভিপি মামুন মোস্তফা সিকদারের ছোটভাই সুমন সিকদার ও তার সাথে থাকা ইসমাইল পঞ্চায়েতসহ আরো অজ্ঞাত ৬/৭ জন আমাদের গাড়ির গতি রোধ করে আমাদের প্রাণ নাশের হুমকি ধামকি দেয়। আমরা পরবর্তীতে কোন প্রকার নির্বাচনী কার্যক্রম চালালে আমাকে, আমার কর্মীদেরকে মারধর ও আমাকে হত্যা করার হুমকি দেয়। এমতাবস্থায় তাদের ভয়ে আমার নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং আমি ও আমার কর্মীরা প্রাণসংশয়ে আছি। এমতাবস্থায় তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনী ব্যবস্থা গ্রহনের জন্য নড়িয়া থানার অফিসার ইনচার্জ বরাবর আমি অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে জানতে জেলা পরিষদের সদস্য প্রার্থী মামুন সিকদারকে (ভিপি মোস্তফা) একাধিকবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
নড়িায়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন জেলা পরিষদের সদস্য প্রার্থী আলী আজগর চুন্নকে নির্বাচনী প্রচারনায় বাধাঁ দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।