হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতীতে শ্রদ্ধা, র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে নড়িয়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় নড়িয়া উপজেলা ছাত্রলীগের অয়োজনে নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী।
নড়িয়া পৌরসভা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মোঃ নাইম ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, নড়িয়া পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি উজ্জ্বল বন্দুকছি, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধা, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা আলামিন হামজা, নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন খালাসি প্রমুখ।