মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৪

নড়িয়ায় গৃহবধূ বিষপানে আত্মহত্যা

এপ্রিল ৬, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুরের নড়িয়ায় শ্বশুরবাড়ির লোকজনের সাথে অভিমান করে স্বপ্না (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপ্না।

স্বপ্না একই উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের লোকমান বেপারীর মেয়ে। তার ৭ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এ বিষয়ে এখনো মামলা করা হয়নি।

নিহতের ভাই স্বপন বেপারী জানান, নড়িয়ার ফতেজংপুর ইউনিয়নের ফতেজংপুর গ্রামের সিটু মাদবরের ছেলে ইতালি প্রবাসী জামাল মাদবরের সঙ্গে ১০ বছর আগে স্বপ্নার বিয়ে হয়। তাদের ঘরে মোবিন (৭) নামে একটি কন্যাসন্তান রয়েছে। পাঁচ বছর আগে জামাল ইতালি চলে যায়। এরপর থেকে স্বপ্না বেগমকে শ্বশুর সিটু মাদবর, শাশুড়ি মাসুদা বেগম অমানুষিক নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে গত রোববার সকালে স্বপ্না বেগম বিষপান করেন। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ অবণী শংকর কর জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ করলে আমরা মামলা নেব।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur