হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
নড়িয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও মরহুম জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮এপ্রিল মুন্সি বাড়ী জামে মসজিদের আয়োজনে এই পুরস্কার বিতরন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বেপারী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বেপারী, বীর মুক্তিযোদ্ধা বুখারি, ভুমখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল ঢালী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাওসার বেপারী, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী আতাউর রহমান, রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব মালত, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলামীন হামজা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ইউসুফ হোসেন সুজন, সাবেক কাউন্সিলর উজ্জ্বল বন্দুকসী, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধা, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য কাইয়ুম হোসেন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য শহিদুল দেওয়ান, নড়িয়া পৌরসভা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন খান প্রমুখ।