শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৮

নড়িয়ায় কনজুমার ইলেকট্রনিক্স সমাপনী কোর্সের সনদ পত্র প্রদান

ফেব্রুয়ারি ২৩, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

নড়িয়ায় কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির জন্য দক্ষতা (Tranche-03)কনজুমার ইলেকট্রনিক্স সমাপনী কোর্সের সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) ও নড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের বাস্তবায়নে ও কর্মসহায়ক ফাউন্ডেশনের (বিকেএসএফ) সহযোগিতায় ১৮ জনের মধ্যে এই সনদপত্র প্রদান করা হয়।

সনদপত্র প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নুসা’র কার্যকরী উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য  ডা.খালেদ শওকত আলী।

নুসা’র ভাইস চেয়ারম্যান ডাঃ তানিনা খালেদ আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নুসা’র উপপরিচালক কবির হোসেন, চিফ একাউন্টেন মোঃ শহআলম প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur