হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
নড়িয়ায় মরহুম হাজী আলী আশ্রাফ মিয়া ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল নড়িয়া আতাউর রহমান কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি নাভানা আক্তার, মোঃ ফারজাদ ইসলাম (ইবাদ ‘নাতীত )।
মরহুম হাজী আলী আশ্রাফ মিয়ার জেষ্ঠ্য পুত্র মাস্টার হাজী নুরুল হক খালাসী ও জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নুর আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।