হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
নড়িয়ায় উপজেলা বিউটি বেগম নামে এক গৃহবধু চাকধ থেকে নড়িয়া বাজারে যাওয়ার পথে অটোরিকশায় ওড়না পেচিয়ে মৃত্যু হয়েছে। রবিবার ৯জুলাই সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬বছর।মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন।
ঘটনা সূত্রে জানা যায় ৯জুলাই সকাল ১০টায় তাদের বাড়ি কলুকাটি থেকে তার মায়ের সাথে চাকধ দিয়ে নড়িয়া বাজার যাওয়ার পথে রিক্সায় ওড়না পেচিয়ে পথে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থানে তার মৃত্যু হয়।
বিউটি বেগম কলুকাটি আবুল কালাম বেপারীর মেয়ে। নড়িয়া উপজেলা ভুমখাড়া ইউনিয়ন নলতা গ্রামের বাসিন্দা ইউসুফ দর্জীর স্ত্রী।