হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সোমবার রুদ্রকর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল থেকে দিনব্যাপী ইউনিয়ন, ওয়ার্ড, ইউপি সদস্যসহ বিপুল নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।
রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী অনুভুতি জানিয়ে বলেন, শরীয়তপুর ১আসনের এমপি আমার নেতা ইকবাল হোসেন অপু, জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এই আস্থার সম্মান দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, গত শনিবার ১৭ ডিসেম্বর শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সিরাজুল ইসলাম ঢালী সভাপতি নির্বাচিত হন। তবে এ নিউজ লেখানপর্যন্ত এখনো সাধারণ সম্পাদক করা হয়নি কাউকে।