হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে- নুসা বিশেষ শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়িয়ায় অবস্থিত নুসা বিশেষ শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে আবুল হাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নুসা’র উপদেষ্টা ডা. খালেদ শওকত আলী। আরো উপস্থিত ছিলেন নুসা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিসেস মাজেদা শওকত আলী, নুসা’র ভাইস চেয়ারম্যান ডা. তানিয়া খালেদ আলী, আবুল হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ খলিলুর রহমান, নুসা বিশেষ শিক্ষালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা সাইদ প্রমুখ।