হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
নড়িয়া পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার (বাদশা ফকির)এর বাবা, মা, ভাই এবং সাবেক ডেপুটি স্পিকার জাতীয় বীর কর্নেল (অব:) শওকত আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ এপ্রিল নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ড মুন্সী বাড়ি জামেমসজিদ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করেন শরীয়তপুর-আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী।
নড়িয়া পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বাশার (বাদশা ফকির), সাবেক সেনা সদস্য আবু তাহের, নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাইয়ুম আহমেদ, নড়িয়া পৌরসভা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন খান, সাধারণ সম্পাদক শাহ আলম মাদবর প্রমুখ।