হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ৩৬টি পূজা মন্ডবে শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা করে মোট ১লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। তার বাবা নড়িয়া ও সখিপুরের ৬বারের এমপি জাতীয় বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অবঃ শওকত আলীর আমল থেকে প্রতিবছর এই অর্থ বিতরণ করে যাচ্ছেন। ৩ অক্টোবর থেকে ৪ অক্টোবর রাত পর্যন্ত নড়িয়া উপজেলা ও সখিপুর থানার বিভিন্ন পূজা মন্ডব ঘুরে ডা. খালেদ শওকত আলী এই অনুদান বিতরণ করেন।
নড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী অজিত কুমার ঘোষের সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অমিত ঘটক, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার মুন্সী, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আলী আজগর চুন্নু, ঘড়িসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দর রব খান, চরভাগা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান মতি মাস্টার, সখিপুর থানা আওয়ামীলীগ নেতা দাদন সরদার, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলামিন হামজা, নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার বাদশা ফকির, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধা, সখীপুর থানা যুবলীগ নেতা সেকুল সরকার, সখিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন খান জয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও পূজারীবৃন্দ।