হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মবার্ষিকী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৫ হিজরি ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে নড়িয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮সেপ্টেম্বর নড়িয়ায় জাতীয় বীর কর্নেল শওকত আলীর বাড়ি সংলগ্ন মুন্সি বাড়ি জামে মসজিদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর উদ্যোগে বাদ মাগরিব মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে নড়িয়া উপজেলার রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন অস্তরের মানুষ অংশগ্রহণ করেন।