হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
নড়িয়া পৌরসভা, বাংলা বাজার ও মাদবর বাজারসহ বিভিন্ন এলাকায় পথ সভায় করেছে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় ডাঃ খালেদ শওকত আলী এই পথ সভা করেন। নড়িয়া-সখিপুরে ৬ বারের এমপি ও সাবেক ডেপুটি স্পীকার, জাতীয় বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অবঃ শওকত আলীর সন্তান ডাঃ খালেদ শওকত আলী পথ সভায় আসছে শুনে নড়িয়া পৌরসভার হাজার হাজার মানুষ এসে পদ সভায় যোগদান করেন।মাগরিবের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় বীর কর্নেল (অবঃ)শওকত আলীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নড়িয়া থানা আওয়ামী লীগ নেতা আলামিন হামজা, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামাল হোসেন মৃধা, সদস্য সহিদুল ইসলাম দেওয়ান, নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার (বাদশা ফকির), ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জব্বার খালাসী, জলিল খালাসী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা পিন্টু বৈদ্য,
নড়িয়া পৌরসভা যুবলীগ নেতা শামীম মাদবর, ফতেজঙ্গ পুর ইউনিয়ন যুবলীগ নেতা নিপু ছৈয়াল, ভোজেশ্বর ইউনিয়ন যুবলীগ নেতা হোসেন নাসির, তপন, সুমন, আলামিন, নাহিদ প্রমুখ।