হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার নড়িয়া সফিপুরের সাতবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর কবর জিয়ারত করেছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক। গত শনিবার ১৬ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জাতীয় বীর মরহুম কর্নেল (অব.) শওকত আলীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।
উপস্থিত ছিলেন খালেদ শওকত আলীর সহধর্মিনী বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তানিয়া খালেদ আলী, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু প্রমুখ।