শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৯

নড়িয়ায় ছিঁড়ে ফেলা হলো নৌকার মনোনয়ন প্রত্যাশীর ব্যানার ফেস্টুন

অক্টোবর ২৮, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর নৌকা প্রতীক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত মনোনয়ন প্রত্যাশীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ অক্টোবর) রাতে নড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ফেস্টুন কেটে ও ছিরে ফেলে দূর্বৃত্তরা।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা হচ্ছে সৌন্দর্যের প্রতীক। কিন্তু একজন- আরেকজনের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলবে এটা কেমন কথা? যারা এগুলো করে তাদের কঠোর বিচার হওয়া উচিত। এদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর ব্যানার-পেষ্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ জেলা শহরে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা খালেদ শওকত আলী বলেন, কিছু দুষ্কৃতিকারী আছে তারা সবসময়ই এমনটা করে। কারো জনপ্রিয়তা দেখলেই তারা ঈর্ষান্বিত হয়ে ওঠে। জনবিচ্ছিন্ন কিছু নেতা আছে তারা কিছু টোকাই দিয়ে এগুলো করায়। কারো ব্যানার/ফেস্টুন ছিঁড়ে ফেললেই জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur