সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৭

নড়িয়ায় ইতালি প্রবাসী আনোয়ার সরদারের জানাজা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ৮, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

ইতালি প্রবাসী আনোয়ার সরদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭সেপ্টেম্বর জোহর নামাযের পরে নড়িয়া দিঘীরপাড় মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন দিঘীরপাড় মসজিদের ইমাম। এ সময় জানাজায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, নিহত আনোয়ার সরদারের আত্মীয় সজন, বন্ধু মহলসহ
সর্বস্তরের মানুষ।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ডাক্তার খালেদ শওকত আলী। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আনোয়ার সরদারকে দাফন করা হয়।

গত ২৯ শে আগস্ট আনোয়ার সরদার ইতালিতে তার নিজ বাসায় ইন্তেকাল করেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur