হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়িয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের চামটা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রাত্যাশী ডা.খালেদ শওকত আলী। গত বুধবার ও বৃহস্পতিবার এই গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আজগর চুন্নু, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধা, নড়িয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা আলামিন হামজা, নড়িয়া পৌরসভা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর উজ্জ্বল বন্দুকছিসহ এলাকার স্থানীয় আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।