মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৮

দুর্গাপূজা উপলক্ষে রুদ্রকর ইউনিয়নে শাড়ী কাপড় বিতরণ

অক্টোবর ১, ২০২২            

ফরহাদ ঢালী স্টাফ রিপোর্টারঃ

দুর্গাপূজার উপলক্ষে রুদ্রকর ইউনিয়নের পশ্চিম সোনামুখী  ৪২ ঘর  হিন্দু পরিবারের মাঝে  শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে।  শুক্রবার ৩০সেপ্টেম্বর বিকালে ৪ নং ওয়াডের মেম্বার এলামুল সিকদারের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী।

আরো  উপস্থিত ছিলেন আজিজুল সিকদার, মোক্তার হোসেন মাদবর, মররাজান ঠাকুর, রিপন মন্ডল, হাবিব বেপারি আবদুর ছামাদ কাজী, আলী আজগর ঢালী, ইউসুফ কাজী, সহিদুল সিকদার, জলিল মাদরব, রহমান সরদার, আক্তার সরদার প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur