হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর সদর জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা দুইজনের মন রক্ষা করলেন। এতে অবাক হবার কিছু নেই ঘটনাটি বাস্তব। দুই চির প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান আকন্দ এবং মোঃ বোরহান মুন্সী ভোট গণনায় এদের ফলাফল সমভোট। এতে মনে হয় ভোটাররা দুইজনেরই মন রক্ষা করলেন। তবে পরবর্তীতে লটারির মাধ্যমে জেলা পরিষদের সদস্য নির্বাচীত হন মোঃ বোরহান মুন্সী। ১৭ অক্টোবর ২০২২ রোজ সোমবার শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলে।
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচন ১ নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ১/মোহাম্মদ কামরুজ্জামান আকন্দ (প্রতীক হাতি) ২/ মোহাম্মদ জসিম ঢালী (প্রতীক অটোরিকশা) ৩/ মোহাম্মদ বোরহান মুন্সি (প্রতীক টিউবওয়েল) ৪ /মোঃ সাখাওয়াত হোসেন (প্রতীক তালা)। এই চারজন প্রার্থীর মধ্যে মোঃ কামরুজ্জামান আকন্দ ছিল পালং- জাজিরার -১ আসনের বর্তমান এমপি মোঃ ইকবাল হোসেন অপু প্যানেলের এবং মোহাম্মদ বোরহান মুন্সী ছিল পালং- জাজিরা এক আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক প্যানেল। শরীয়তপুর জেলা পরিষদ ১ নং ওয়ার্ড নির্বাচনে সদস্য পদে তাদের লড়াইটা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। মনে হয়েছে মাঠে খেলছে বিশ্বকাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ব্রাজিল আর আর্জেন্টিনা। নানান উৎসাহ আর উদ্দীপনা নিয়ে এই জেলা পরিষদ ১ নং ওয়ার্ড নির্বাচনে খেলায় অংশগ্রহণ করেন শরীয়তপুর সদর উপজেলা এবং শরীয়তপুর পৌরসভা সহ ১১ ইউনিয়ন পরিষদের সদস্যরা। এই খেলায় ভোটার পুরুষ সদস্য সংখ্যা ছিল ১২১ এবং মহিলা সদস্য সংখ্যা ৩৮। শরীয়তপুর জেলা পরিষদ ১ নং ওয়ার্ড নির্বাচনের ভোট গণনা শেষে, মোহাম্মদ কামরুজ্জামান আকন্দ হাতি প্রতীক নিয়ে পান ৭০ ভোট, মোহাম্মদ জসিম ঢালি অটোরিকশা প্রতীক নিয়ে পান ১৫ ভোট, মোঃ বোরহান মুন্সী টিউবওয়েল প্রতীক নিয়ে পান ৭০ ভোট, মোঃ সাখাওয়াত হাওলাদার তালা প্রতিক নিয়ে পান ৩ ভোট। ভোট গণনা শেষে দুই প্রতিদ্বন্দ্বী ভোট সমান সমান।
জেলা পরিষদ ১ নং ওয়ার্ড নির্বাচনে ভোট গণনায় সমভোট হওয়ায় প্রার্থীকে নির্বাচিত করার জন্য লটারিতে গড়ায়। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ৪১ এ উপবিধি (৬) অনুসারে প্রতিদ্বন্দ্বী সদস্য নির্বাচনের ক্ষেত্রে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমভোট প্রাপ্ত হয়েছেন, সে ক্ষেত্রে রিটার্নিং অফিসার লটারি মাধ্যমে ফলাফল নির্ধারণ করেন। শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা সহ এবং প্রশাসনিক কর্মকর্তা সহ দুই প্রার্থীর উপস্থিতিতে জেলা প্রশাসক লটারির মাধ্যমে জেলা পরিষদ সদস্য প্রার্থী কেন্দ্র নং ১ মোহাম্মদ বোরহান মুন্সিকে নির্বাচিত ঘোষণা করেন।