শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:২৭

দারুল আমান ইউনিয়নে ঘোড়া মার্কার সমর্থকের বাড়িতে বহিরাগতদের হামলা ভাংচুর

ডিসেম্বর ২২, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার সমর্থকের বাড়িতে হামলা ভাংচুর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চশমা প্রতিকের বহিরাগত সমর্থকদের বিরুদ্ধে ।
মঙ্গলবার দিবাগত-রাত ২ টার সময় দারুল আমান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোড়া মার্কার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উত্তর ডামুড্যা নিবাসী শফিক ছৈয়ালের বাড়িতে এই হামলা ও ভাংচুর করা হয়।

এবিষয়ে শফিক ছৈয়াল বলেন, আমি দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ মোক্তার হোসেন খানের ঘোড়া মার্কার সমর্থক। মাঝে মধ্যে ফোনের মাধ্যমে কে বা কারা আমাকে ঘোড়া মার্কার নির্বাচন পরিচালনা থেকে বিরত থাকতে বলেন। আমি তাদের কথা না রাখায় রাতের অন্ধকারে আমার বাড়িতে হামলা করে জানালা ও দরজা ভাংচুর করে।

দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ( ঘোড়া মার্কা) মোঃ মোক্তার হোসেন খান বলেন, আমার প্রতিপক্ষ চশমা মার্কার প্রার্থী মিন্টু সিকদার বহিরাগতদের এনে আমার সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করছেন। বিভিন্ন এলাকায় আমার ঘোড়া মার্কার পোস্টার ছিড়ে ফেলছে এবং সমর্থকদের হুমকি ধামকি দিচ্ছেন বহিরাগতরা।

এবিষয়ে চশমা মার্কার প্রার্থী মমিনুল হক মিন্টু সিকদার বলেন, আমি চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন। যাতে করে দারুল আমান ইউনিয়নের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন। আমি কোনো বহিরাগতদের আনি নাই। তারাই বহিরাগতদের এনে অরাজকতা সৃষ্টি করেছেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur