মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৬:৩১

তারুণ্যের জয়যাত্রা সফল করার লক্ষ্যে শরীয়তপুরে যুবলীগের প্রস্তুতি সভা

জুলাই ২০, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

সারাদেশে আগামী ২২শে জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে“তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে শরীয়তপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা ও পৌরসভা যুবলীগের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গির বেপারী, সাধারণ সম্পাদক খোকন বেপারী, সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া। সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur