শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:০২

ডোমসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সেপ্টেম্বর ৯, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে দোয়া মাহফিল, আলোচনা সভা ও তোরাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ডোমসার ইউনিয়ন পরিষদ, ডোমসার বাজার ও যুবসমাজের আয়োজন ডোমসার উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মজিবুর রহমান খানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সি, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, চিতলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার খান, শরীয়তপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার , ডোমসার বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার খান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের শেষে দোয়া পরিবেশন করেন ডোমসার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ফরিদ উদ্দিন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur